কেন্দ্রের শিক্ষানীতিতে বিদেশি শিক্ষানীতি পেস্ট হয়েছে, কটাক্ষ পার্থর - national education policy
নয়া জাতীয় শিক্ষানীতিকে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বলেন, "কেন্দ্রের শিক্ষানীতিতে বিদেশি শিক্ষানীতি পেস্ট হয়েছে।" কেন্দ্রীয় সরকারের তরফে নয়া শিক্ষানীতি ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক । রাজ্যের তরফে যা যা প্রস্তাব দেওয়া হয়েছিল তার বাস্তব প্রয়োগ হয়নি বলে ইতিমধ্যেই অভিযোগ করেছেন শিক্ষাবিদরা । আজ পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, "আমি তৃণমূলের কর্মী হিসেবে বলছি, কেন্দ্রের শিক্ষানীতিতে বিদেশি শিক্ষানীতি পেস্ট হয়েছে। তবে কতটা সত্য, মিথ্যা তা এখনই বলা সম্ভব নয়।"