দিল্লিতে রক্তের হোলি খেলা দল দেশকে লজ্জায় ফেলছে, পার্থ - partha chaterjee
দিল্লিতে গণহত্যা সংগঠিত করেন যারা, তাঁদের হোলি না খেলার কোনও কারণ নেই ৷ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর এবছর হোলি না খেলা নিয়ে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন, ‘‘দিল্লিতে গণহত্যা সংগঠিত করে যারা লজ্জা পাননি, তাঁদের হোলি না খেলার কোনও কারণ নেই ৷ দিল্লির বুকে যে রক্তের হোলি খেলেছেন, তাতে বিশ্বের কাছে দেশের সম্মান নষ্ট হয়েছে ৷’’