তোলাবাজিতে মদত দিচ্ছে তৃণমূলের এক অংশ, বিস্ফোরক খোদ তৃণমূল নেতা - extortion-alliged-by-tmc-leader
🎬 Watch Now: Feature Video
বর্ধমান পৌরসভার প্রাক্তন সিপিএমের চেয়ারম্যান আইনুল হক কিছুদিন আগে কলকাতায় গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর থেকেই বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে । দল বদল করেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাসের গোষ্ঠীর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে আইনুল হকের গোষ্ঠী । খোকন দাসের অভিযোগ, দলের একটা অংশ তৃণমূল কংগ্রেসের নামে শুধু মিথ্যাবাদী, ধাপ্পাবাজি চাকরি দেওয়ার নাম করে মানুষদের দলে আনছে। পরিস্থিতি এমন যে, এক একটা ওয়ার্ডে 70 থেকে 80 জন দলের পদাধিকারী হয়ে বসে আছেন। তাই তোলাবাজি করার জন্য তাদের একটা করে কাগজ দেওয়া হচ্ছে । সেখানে তাদের বলা হচ্ছে তোলাবাজি করুন খাবার জন্য। তোলাবাজি করে তৃণমূল কংগ্রেসকে শেষ করার একটা চক্রান্ত বর্ধমানের শুরু হয়েছে ।