বহরমপুরে ইন্দিরা গান্ধির আবক্ষমূর্তির একাংশ ভাঙল দুষ্কৃতীরা - statue
অধীর চৌধুরির খাসতালুকে ইন্দিরা গান্ধির আবক্ষ মূর্তির একাংশ ভাঙল দুষ্কৃতীরা। বহরমপুরের দয়ানগর মোড়ে থাকা ওই মূর্তিটি ভাঙা হয়েছে। আজ সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস।