স্কুল ডেভেলপমেন্ট ফি ঘিরে বিক্ষোভ অভিভাবকদের - parents are protest in south 24 pargana
স্কুলের ডেভেলরমন্ট ফি নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা গড়িয়ার সীতানাথ শিশু শিক্ষা মন্দিরে । গেটে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের । তাঁদের বক্তব্য আগের বছর ভরতির সময় দুই হাজার টাকা ডেভেলপমন্ট ফি নেওয়া হয়েছিল । এবার নেওয়া হবে না বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ । কিন্তু এবারও একই ভাবে নেওয়া হচ্ছে । এই ঘটনার প্রতিবাদে সকাল আটটা থেকে স্কুলের সব গেটের তালা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা । স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, এমন কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি । যা করা হচ্ছে তা নিয়ম মেনেই করা হচ্ছে । ঘটনাস্থানে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ ।