"স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করার অনুমতি দিন", দেগঙ্গায় বিক্ষোভ অভিভাবকদের - দেগঙ্গায় অভিভাবকদের বিক্ষোভ
সরকারি নির্দেশিকা অনুসারে এখন থেকে স্কুলের শিক্ষক, শিক্ষিকারা আর প্রাইভেট টিউশনি করতে পারবেন না । এই নির্দেশিকার জেরে বিপাকে পড়েছে অনেক পড়ুয়া । পড়ুয়াদের থেকে বেশি সমস্যায় পড়েছেন অভিভাবকরা । সামনেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশাপাশি রয়েছে ক্লাস টেস্টও । এই পরিস্থিতিতে স্কুল শিক্ষকরাই একমাত্র ভরসা ছিল ছাত্র-ছাত্রীদের । তাই, সরকারি নির্দেশিকা প্রত্যাহার, বিনা পারিশ্রমিকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন করতে দেওয়ার দাবি নিয়ে এবার দেগঙ্গা SI-য়ের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবক-অভিভাবিকারা । এই বিক্ষোভে সামিল হয় স্কুল পড়ুয়ারাও । দেগঙ্গার ঘটনা ৷