পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Paray Sikhshalay at Rampurhat : রামপুরহাটে পাড়ায় শিক্ষালয়ে ছাত্রীদের সুরক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরা - Paray Sikhshalay

By

Published : Feb 7, 2022, 3:42 PM IST

সরকারি নির্দেশ অনুযায়ী আজ, সোমবার থেকে শুরু হল প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় শিক্ষালয় ৷ বীরভূমের রামপুরহাট গার্লসের (paray sikhshalay of rampurhat girls school) ছাত্রীদের নিয়ে এই শিক্ষালয়ের আয়োজন করা হয় শহরের জিতেন্দ্রলাল মন্দির (টাউন হল) চত্বরে ৷ দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে খুশি পড়ুয়ারা ৷ তবে অভিভাবকদের দাবি, রাস্তার পাশে এই শিক্ষালয় চালু হওয়ায় গাড়ির শব্দে পড়ায় মনোযোগ দিতে সমস্যা হচ্ছে পড়ুয়াদের ৷ পাশাপাশি ছাত্রীদের সুরক্ষা নিয়েও চিন্তিত অভিভাবকরা ৷

ABOUT THE AUTHOR

...view details