রাস্তার পাশের গাড়ি থেকে মিলল বোমা, ভাটপাড়ায় আতঙ্ক - ভাটপাড়ায় বোমাতঙ্ক
রাস্তার পাশে একটি গাড়ি থেকে মিলল বোমা ৷ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের বুড়ি বটতলা এলাকায় ৷ রাস্তার পাশে একটি গাড়ির মধ্যে আজ সকালে বেশ কয়েকটি বোমা দেখতে পান স্থানীয় এক যুবক । খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ওই গাড়িটিকে ঘিরে রাখে । বাইরে থেকে দেখা যায় চালকের আসনের ঠিক নীচে রয়েছে তিনটি বোমা । বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে । পুলিশ সূত্রে খবর নম্বর অনুযায়ী গাড়িটি বারাসতের ৷ তবে স্থানীয় এক বাসিন্দা জানান, গাড়িটি তাঁর জামাইয়ের ৷ গাড়ির চালক মারা যাওয়ার পর থেকে গাড়িটি এখানেই রাখা থাকে ৷ এর মধ্যে কীভাবে বোমা এল তা জানেন না তাঁরা ৷ ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ ।