দিনে দুপুরে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতি, আতঙ্কে গ্রামবাসীরা - বেলিয়াতোড়
দিনেদুপুরে দাপিয়ে বেড়াচ্ছে একটি বুনো হাতি ৷ বাঁকুড়ার বেলিয়াতোড় অঞ্চলের সামন্ত মারা ও তালজুড়ি পিরাবনী এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করে সে ৷ হাতিটির উপদ্রবে গোটা গ্রামের মানুষ আতঙ্কিত ৷ সকাল থেকে রাত, হাতির হামলায় ক্ষতিগ্রস্ত চাষের জমি ৷ ধানক্ষেত থেকে শুরু করে লাউ গাছ, আম গাছ, ঘর-বাড়ি সব ভেঙে দিচ্ছে হাতি । ভয়ে গ্রামের কেউ বাইরে বেরোতে পারছেন না ৷ গ্রামবাসীদের দাবি, খবর দেওয়া হলেও বন বিভাগ কোনও ব্যবস্থা নেয়নি ৷