পলতা ইউনাইটেড স্পোর্টিংয়ের পুজোয় এবার সবুজ বাঁচানোর বার্তা - durga puja 2019
গাছ লাগান প্রাণ বাঁচান ৷ একথা আমরা প্রায়ই শুনি ৷ তবে, গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয় ৷ গাছ লাগানোর সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোও জরুরি ৷ পাশাপাশি শুধু নতুন গাছ নয়, পরিবেশে যে গাছগুলি রয়েছে তাদের বাঁচানোও জরুরি ৷ তাদের রক্ষণাবেক্ষণ করে পরিবেশকে আরও সুন্দর করে তুলতে হবে৷ 54 তম বর্ষে এই ভাবনাই ফুটে উঠেছে পলতা 5 নম্বর স্কিম ইউনাইটেড স্পোর্টিং ক্লাবে ৷