পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

গুলি, বোমা, খুন ; লোকসভার সময় থেকে রক্তাক্ত ভাটপাড়া

By

Published : Jun 21, 2019, 4:59 PM IST

Updated : Jun 22, 2019, 10:47 AM IST

থমথমে ভাটপাড়া । সকাল থেকেই চলছে পুলিশি টহল । গোটা এলাকা ঘিরে রেখেছে RAF ও কমব্যাট ফোর্স । গতকাল দুপুরে একটি ফাঁড়িকে থানা হিসেবে উদ্বোধন করার আগে অশান্তি ছড়ায় । কয়েকজন দুষ্কৃতী থানার পাশে রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশও পালটা গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে জখম হয় বেশ কয়েকজন দুষ্কৃতী । তার মধ্যে দু'জন রামবাবু সাউ, সন্তোষ সাউ মারা যান । ইতিমধ্যেই ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে 14 জনকে । আটক করা হয়েছে আরও কয়েকজনকে । ঘটনার জেরে গতকাল সন্ধ্যায় সরিয়ে দেওয়া হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরিকে । নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন মনোজ বর্মা । ADG (দক্ষিণবঙ্গ) সঞ্জয় সিংকে বিশেষ তদারকির (ADG ইনচার্জ)-র ভার দিয়ে পাঠানো হয় । রাতে উত্তর 24 পরগনার জেলাশাসকের দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার কথা ।
Last Updated : Jun 22, 2019, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details