পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অক্সিজেন পার্লারের উদ্বোধন ভাটপাড়ায় - Bhatpara

By

Published : May 30, 2021, 4:59 PM IST

উত্তর 24 পরগনার বারাকপুর শিল্পাঞ্চলে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । ভাটপাড়া পুরসভার 32 নম্বর ওয়ার্ডে মাদরাল দোগাছিয়া স্কুলে করোনাকালে অক্সিজেনের চাহিদা মেটাতে অক্সিজেন পার্লারের সূচনা করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা । এই অক্সিজেন পার্লারের সূচনা করলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম । সংস্থার সদস্য রামকৃষ্ণ পাঁজা জানান, এই করোনাকালে যেভাবে অক্সিজেনের চাহিদা বেড়েছে, তাতে স্থানীয় মানুষদের পাশে দাঁড়াতে তাঁদের এই প্রয়াস । এছাড়াও বেলঘড়িয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের দিয়ে প্রচুর রোগী এই রাস্তায় যাওয়া আসা করেন । আর এই অক্সিজেন পার্লার ওই এক্সপ্রেসওয়ের ধারে ৷ তাই প্রয়োজনে ওই পথ দিয়ে যাওয়া রোগীরাও ব্যবহার করতে পারবেন এই অক্সিজেন পার্লার ।

ABOUT THE AUTHOR

...view details