কাঁকসায় অক্সিজেন সিলিন্ডার ফেটে মৃত 1 - kanksa police station
অক্সিজেন সিলিন্ডার ফেটে মৃত এক। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত পানাগড় বিশ্বকর্মা মন্দির এলাকায় । শনিবার রাত সাড়ে দশটা নাগাদ গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ম্যাটাডোর দাঁড় করিয়ে গাড়ির চালক গাড়ি থেকে নামতেই হঠাৎ সিলিন্ডারগুলি ফাটতে শুরু করে ৷ যার জেরে গাড়ি চালক সহ তিনজন গুরুতর আহত হন । ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ ও পানাগড় দমকলের দুটি ইঞ্জিন । ঘণ্টাখানেকর চেষ্টায় আগুন আয়ত্তে আনা হয় । আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে চালক মারা যান ৷ কী করে এই সিলিন্ডারগুলি ফাটল, তার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা দমকলের আধিকারিক।
Last Updated : May 23, 2021, 1:08 PM IST