পোষ্যের মৃত্যু, 350টি কুকুরকে খাওয়ালেন পৌলমী - বালুরঘাট
বাড়ির পোষ্য সারমেয়র মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার ৷ 22 সেপ্টেম্বর হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হয় পোষ্য তোজোর ৷ মানুষের মৃত্যুর পরের নিয়ম মেনেই 13দিন পর তার শেষকৃত্যের কাজ করলেন বালুরঘাটের পশুপ্রেমী পৌলমী সেন ৷ সেই উপলক্ষে বালুরঘাট শহরের প্রায় 350টি কুকুরকে রেঁধে-বেড়ে খাওয়ালেন ৷ দিনভর নিজের হাতে কুকুরদের মাংসভাত খেতে দেন তিনি ৷ আগামী দিনে বালুরঘাটে পশুদের জন্য কিছু করতে চান তিনি ৷