বহির্বিভাগ পরিষেবা চালু হল এইমসের কল্যাণী শাখায় - কল্যাণীতে এইমস হাসপাতালের ফোন নাম্বার- 033-29516005
আজ থেকে খুলে গেল কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, এইমস-র বহির্বিভাগ । ইতিমধ্যে আটটি বিভাগ নিয়ে এই বিভাগ চালু হয়েছে । প্রথম দিনে 22 জন রোগী চিকিৎসার সুযোগ পেয়েছে । আগামী 2-3 মাসের মধ্যে হাসপাতালের কাজ শেষ হয়ে যাবে । খুলে যাবে অন্যান্য বিভাগ । জানিয়েছেন হাসপাতালের কার্যনির্বাহী অধিকর্তা অধ্যাপক ডাঃ রামজি সিং । আগাম নাম নথিভুক্ত করার সময় সকাল 8টা থেকে বিকেল 4টে । অনলাইনে সারাদিন নাম নথিভুক্ত করতে পারবেন । নাম নথিভুক্ত করার জন্য 10 টাকা করে দিতে হবে । ওয়েবসাইট ছাড়াও রোগীরা নম্বরে নাম নথিভুক্ত করতে পারবেন । ফোন নম্বর- 033-29516005 ।