বিরোধী রাজনীতিই দেশের সর্বনাশ করছে, দিল্লির হিংসা নিয়ে মন্তব্য বাবুলের - দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল
দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । তিনি বলেন, "দিল্লির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক । যাঁরা মারা গিয়েছেন তাঁদের কোনও ধর্ম নেই । প্রত্যেক ধর্মের মানুষ সংঘর্ষের শিকার । প্রচুর পরিমাণ সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে । স্থানীয় বিধায়ক তাহির হোসেনের বাড়িতে তল্লাশি করে যে সমস্ত জিনিস পাওয়া গেছে তাতে এটাই প্রমাণ হয় যে এক যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল ।" তিনি আরও বলেন, "যাঁরা উত্তেজিত মন্তব্য করেছেন তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে । যাঁরা দায়ি তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হবে । বিরোধী রাজনীতিই দেশটাকে ধ্বংস করছে ।"