পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মকর সংক্রান্তিতে জয়দেবে শুধুই পুণ্যস্নান, বসছে না কোনও দোকান - মকর সংক্রান্তি

By

Published : Jan 12, 2021, 2:35 PM IST

আগামী বৃহস্পতিবার থেকে মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের জয়দেব কেন্দুলি এবং কাঁকসার শিবপুরে শুরু হতে চলেছে জয়দেবের মেলা। কোরোনা পরিস্থিতির জন্য জয়দেবের মেলায় বসবে না কোনও দোকান। অতিরিক্ত পুলিশের নজরদারি থাকবে জয়দেবের মেলায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিসিটিভি ক্যামেরায় থাকবে বিশেষ নজরদারি। চলছে অজয় নদের ঘাট বাঁধানোর কাজ। মঙ্গলবার দুপুরের পর থেকে ভারী যান চলাচল বন্ধ থাকবে অজয়ের অস্থায়ী ব্রিজে। সোমবার সকাল থেকে তীব্র যানজট দেখা দেয়, চরম ভোগান্তির শিকার হতে হয় আমজনতাকে। বৃহস্পতিবার সকালে মকর স্নান করার জন্য কত মানুষের সমাগম হবে তা এখনও অজানা, এমনটাই বিদবিহার গ্রাম পঞ্চায়েত থেকে জানানো হয়েছে। জয়দেব মেলায় সব রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বীরভূম জেলা প্রশাসন এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।

ABOUT THE AUTHOR

...view details