পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দুয়ারে সরকারে চোর-ডাকাতরা আসবে, কটাক্ষ লকেটের - পিসি পড়ে হওয়াই চটি আর বিজ্ঞাপন দেয় ১৫ কোটি

By

Published : Jan 3, 2021, 8:48 PM IST

পুরুলিয়ায় দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "পিসি পরে হওয়াই চটি আর বিজ্ঞাপন দেয় 15 কোটি ।" এছাড়াও তিনি বলেন,"শিল্পের নাম করে তুমি দুটি শিল্প তৈরি করেছ । চপ শিল্প আর বোমা শিল্প।" দুয়ারে সরকার প্রসঙ্গে তিনি কটাক্ষ করেন । বলেন, দুয়ারে সরকারে চোর-ডাকাতরা আসবে । এতদিন রাস্তায় ছিল এখন মানুষের ঘরের মধ্যে ঢুকে চাল, ঘটি, বাটি যা ছিল সেগুলোও নিয়ে চলে যাবে ।

ABOUT THE AUTHOR

...view details