অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও অনলাইন পরিষেবা চালু কলকাতা পৌরনিগমে - কলকাতা পৌরনিগম
লাইসেন্সের পর এবার অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও অনলাইন পরিষেবা চালু করতে চলেছে কলকাতা পৌরনিগম । মিউটেশন থেকে সম্পত্তি করের অ্যাসেসমেন্ট সবই হবে অনলাইনে । সম্পত্তি করের মূল্যায়ন অর্থাৎ ট্যাক্স অ্যাসেসমেন্ট ও মিউটেশনের যাবতীয় আবেদন নাগরিকরা জানাতে পারবেন কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, "মিউটেশন অ্যাসেসমেন্ট সমস্যা নিয়ে বিভিন্ন জটিলতা রয়েছে । অনেক সময় নাগরিকরা কীভাবে তাঁদের সম্পত্তির অ্যাসেসমেন্ট ও মিউটেশন করবেন তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন । সেই সব জটিলতা কাটাতেই অনলাইনে এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"