কোরোনা : এবার বন্ধ হল ৫১ সতীপীঠের বর্গভীমা মন্দিরও - Bargabhima temple
কোরোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হল তমলুকের বর্গভীমা দেবীর মন্দির। পূর্বেই তারাপীঠ দক্ষিণেশ্বর রাজ্যের একাধিক ধর্মীয় পীঠস্থানে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে একই জায়গায় বহু সংখ্যক মানুষের জমায়েত হওয়ার নিষেধাজ্ঞা জারির পর মন্দির কর্তৃপক্ষ প্রশাসনের নির্দেশিকা মেনে এই সিদ্ধান্ত নিয়েছিল। জেলা প্রশাসন ও বর্গভীমা মন্দির কর্তৃপক্ষের আলোচনার পর মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল।