জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদে গ্রেপ্তার আরও এক - nia
আল কায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আরও এক যুবক । ধৃতের নাম শামিম আনসারি । শুক্রবার সন্ধেয় জলঙ্গির নওদাপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে NIA । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, সম্প্রতি কেরালা ও মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার জঙ্গিদের জিজ্ঞাসাবাদের পর শামিমের নাম সামনে আসে । ধৃত যুবক আগে কেরালায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত । এক বছর ধরে গ্রামেই কাজ করছিল সে । এনিয়ে মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করা হল ।