Tiger Attack in Sundarban : কুলতলিতে বাঘের হানা, গুরুতর জখম 1 মৎস্যজীবী
কুলতলির বেনিফেলি জঙ্গলে তিন সঙ্গীকে নিয়ে বৃহস্পতিবার কাঁকড়া ধরতে যান দেউলবাড়ির বাসিন্দা শঙ্কর সর্দার (Kultali News) ৷ দলবেঁধে সেদিন থেকেই চলছিল কাঁকড়া ধরার কাজ । সোমবার দুপুরে আচমকায় জঙ্গল থেকে বেরিয়ে দক্ষিণরায় নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে (Tiger Attack on Sundarban) ৷ মাথার পিছনে ও পিঠে থাবা বসিয়ে শঙ্করকে জঙ্গলকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । বাকিদের চিৎকারে ও লাঠির ঘায়ে বাঘটি পালিয়ে যায় ৷ গুরুতর জখম অবস্থায় শঙ্কর নামের ওই মৎস্যজীবীকে দ্রুত সোমবার সন্ধ্যায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জয়নগর-কুলতুলির গ্রামীণ হাসপাতালে । কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় পাঠিয়ে দেন চিকিৎসকেরা ।
Last Updated : Feb 1, 2022, 5:41 PM IST