পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fish Found: দীঘা মোহনায় উদ্ধার তেলিয়া ভোলা মাছ, বিক্রি হল কোটি টাকায়

By

Published : Oct 26, 2021, 5:22 PM IST

Updated : Oct 30, 2021, 10:56 PM IST

পূর্ব ভারতের বৃহত্তম নোনা মাছের মার্কেট হল দীঘা মোহনা। এই মোহনায় 33টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে। এক একটির ওজন প্রায় 33-35কেজির মতো। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মা বাসন্তী নামের একটি ট্রলারে 33টি তেলিয়া ভোলা ওঠে। এদিন দীঘা মোহনায় শ্যামসুন্দর দাসের কাঁটায় সেই মাছগুলিকে নিয়ে আসা হয়। দুপুর গড়িয়ে যায় দর চলতে থাকে। শেষ অবধি মাছগুলির দর ওঠে 98 লক্ষ 78 হাজার 400 টাকা ৷ এই মাছ দেখতে ভিড় জমান এলাকার মানুষ থেকে শুরু করে মৎস্যজীবী ও পর্যটকরা। মৎস্যজীবীদের কাছ থেকে জানা যায, এই তেলিয়াভোলা গভীর সমুদ্রে একসঙ্গে দল বেঁধে থাকে। কোনওক্রমে কিছু কিছু দলছুট হলে জালে ধরা পড়ে। বিগতদিনে এর থেকে আরও বড় বড় তেলিয়াভোলা এই দীঘা মোহনায় উঠেছে। আর এই সামুদ্রিক মাছের এত চাহিদা কারণ হল এই তেলিয়া ভোলার পেটের পটকা থেকে মানুষের জীবনদায়ী ক্যাপসুলের খোল তৈরি হয়। কিন্তু এই মাছের ডিমের দাম খুব একটা বেশি নয়।
Last Updated : Oct 30, 2021, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details