"একদিকে কোরোনা, ডেঙ্গি, ম্যালেরিয়া আর একদিকে BJP, বাপরে বাপ!" - তৃণমূল কংগ্রেস সুপ্রিমো
"একদিকে কোরোনা, ডেঙ্গি, ম্যালেরিয়া এবং আর একদিকে BJP। বাপরে বাপ! নজরুল মঞ্চে দলীয় মুখপত্রের শারদ সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠান থেকে ঠিক এভাবেই BJP-কে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোরোনা, ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো রোগের ভয়াবহতার সঙ্গে BJP-কে মিলিয়ে দিয়ে আক্রমণ শানালেন তিনি ।