বছরের শেষ দিনে মানুষের ঢল শান্তিনিকেতনে - বীরভূম
সোনাঝুরির হাটে কিংবা গোয়ালপাড়ার কোপাই নদীর তীর । শান্তিনিকেতনে মানুষের ঢল চোখে পড়ার মতো । একদিকে চুটিয়ে শীতের আমেজ উপভোগ, অপরদিকে বর্ষবরণ । বছরের শেষদিনে আদিবাসী নৃত্যে ও বাউল গানে যোগ দিয়েছেন পর্যটক । ভিড় সামলাতে বোলপুর-শান্তিনিকেতন থানার তরফ থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে ।