শয্যা সংখ্যা আরও বাড়ানো হচ্ছে শিলিগুড়ির COVID হাসপাতালে - গৌতম দেব
শিলিগুড়িতে মাটিগাড়ায় COVID হাসপাতালে শয্যা সংখ্যা আরও বাড়ানো হচ্ছে । পাশাপাশি আরও একটি COVID হাসপাতাল চালু করার চেষ্টা করা হচ্ছে বলে আজ শিলিগুড়িতে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । পাশাপাশি পাহাড়ে GTA এলাকায় ত্রিবেণীতে চালু করা হচ্ছে আরও একটি COVID হাসপাতাল ।