ভয় পেয়ে অগণতান্ত্রিক উপায়ে BJP কর্মীদের আটকাচ্ছে তৃণমূল : দিলীপ
"তৃণমূল কংগ্রেস শেষ অবস্থায় এসে দাঁড়িয়েছে । সেকারণেই ভয় পেয়ে অগণতান্ত্রিক উপায়ে ইট, পাথর ছুড়ে এবং কালো পতাকা দেখিয়ে আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে ৷" নবদ্বীপে এসে একথা বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ রাজ্যের OBC সেলের তরফে একটি সভার আয়োজন করা হয় । সেই সভায় যোগ দেন দিলীপবাবু । নদিয়াতে আসার সময় বর্ধমানের তৃণমূল কর্মীরা তাঁর পথ আটকান । কালো পতাকাও দেখান তাঁরা । সেই প্রসঙ্গে তিনি বলেন, "এটা প্রথম নয় । রাজ্যের শাসক দল আসলে শেষ অবস্থায় চলছে । তাই BJP-কে দেখে ভয় পাচ্ছে । আর ভয় পাচ্ছে বলেই অগণতান্ত্রিক উপায়ে সব জায়গাতেই BJP নেতা-কর্মীদের আটকানো হচ্ছে । ইট, পাথর ছোড়া হচ্ছে ও কালো পতাকা দেখানো হচ্ছে ।"