পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোরোনা মোকাবিলায় কোচবিহারের পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট রাজ্যের স্পেশাল অফিসার - সোয়াবের নমুনা

By

Published : Apr 25, 2020, 4:35 PM IST

কোচবিহার জেলার কোরোনা মোকাবিলায় গড়ে ওঠা পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করলেন রাজ্যের নিযুক্ত উত্তরবঙ্গের স্পেশাল অফিসার অন কোরোনা ডঃ সুশান্ত রায় । শনিবার দুপুরে কোচবিহার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক মিটিংয়ের পর তিনি জানান, ‘‘কোচবিহারে সবকিছু ঠিকঠাক আছে । তবে কোচবিহার জেলার প্রবেশ পথগুলোয় যে নাকা চেকিং রয়েছে সেখানে যাতে আরও ভালোভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে ।’’ কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় এখনও কোরোনা আক্রান্তের সন্ধান না মিললেও চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো খামতি রাখতে চাইছে না । এখনও পর্যন্ত জেলায় ১১৮ জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সবকটিই নেগেটিভ এসেছে । ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে । সেসব বিষয় খতিয়ে দেখতে এদিন কোচবিহারে আসেন কোরোনা সংক্রান্ত উত্তরবঙ্গের স্পেশাল অফিসার ডঃ সুশান্ত রায় । তিনি কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান সহ জেলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে ঘন্টা দুয়েক বৈঠক করে বিস্তারিত খোঁজ নেন ।

ABOUT THE AUTHOR

...view details