কেন্দ্রীয় সরকার বেচারামের সরকার : রবীন্দ্রনাথ ঘোষ - নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র
কেন্দ্রের BJP সরকার বেচারামের সরকার । এরা রেলকে বিক্রি করতে চাইছে, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে চাইছে। বিভিন্ন সংস্থাকে বিক্রি করতে চাইছে। মঙ্গলবার তৃণমূলের শহিদ স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে এই ভাষাতেই আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ দুপুরে তিনি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের এক গ্রাম পঞ্চায়েতের শহিদ স্মরণ সভায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি। তাঁর কথায়,''কেন্দ্রীয় সরকার বেচারামের সরকার। এরা রেলকে বিক্রি করতে চাইছে, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে চাইছে। বিভিন্ন সংস্থাকে বিক্রি করতে চাইছে। তাই এদের বিরুদ্ধে বাংলার মানুষকে একজোট হয়ে লড়তে হবে। কোরোনা ও আমফানের বিরুদ্ধে বাংলার মানুষকে নিয়ে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ কেন্দ্রীয় সরকার এই দুর্যোগে একটি পয়সাও বাংলাকে দেয়নি। বাংলা কারও কাছে মাথা নোয়াবে না।''