"আমায় কোথাও টাকা নিতে দেখা যায়নি," নারদ প্রসঙ্গে মুকুল - নারদা নিয়ে মুকুলের বক্তব্য
নারদ কাণ্ডে পুলিশ কর্তা এসএমএইচ মির্জ়াকে গ্রেপ্তার করেছে CBI । আজ সেই প্রসঙ্গে মুখ খুললেন BJP নেতা মুকুল রায় । বলেন, "CBI কোর্টের আদেশে তদন্ত করছে । তদন্তের স্বার্থে CBI যেটা প্রয়োজন মনে করবেন সেটা করবে । তাই যাদের CBI ডাকবে তাদের সহোযোগিতা করতে হবে ।" পাশাপাশি নারদ কাণ্ডে নিজের যুক্ত থাকা নিয়ে মুকুল বলেন, "সেই সময় আমি নির্বাচনে দাঁড়ায়নি । অনেক ছবি টিভিতে দেখানো হয়েছে । কিন্তু আমি এটুকু বলতে পারি কোথাও হাত পেতে আমায় টাকা নিতে দেখা যায়নি ।"