পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"পিসি আর ভাইপো ছাড়া তৃণমূলে আর কেউ থাকবে না" - Locket Chatterjee attacked Trinamool

By

Published : Nov 28, 2020, 10:55 AM IST

"জোড়া ফুলে জোড়া মালিক ছাড়া আর কেউ থাকবে না ।" ধনেখালিতে চায়ে পে চর্চা-য় যোগ দিতে এসে এমনটাই বললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় । আজ ধনেখালির দশঘড়ায় "চায়ে পে চর্চা "র মাধ‍্যমে জন সংযোগ করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ‍্যায় । বিধানসভা ভোটকে পাখির চোখ করে হুগলি লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভা এলাকায় একের পর এক জনসংযোগ কর্মসূচিতে যোগ দিচ্ছেন লকেট । আজ সকালে দশঘড়ায় উপস্থিত হয়ে প্রথমেই স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্ৰহণ করে ঝাড়ু হাতে রাস্তা ঝাঁট দেন । এরপর সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন , " মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়াতে বলেছিলেন , তৃণমূল ত্যাগী । আর এখন তাঁদের নেতারা দলত্যাগ করছেন । তৃণমূলের ভিতরে দ্বন্দ্ব আগেই শুরু হয়েছিল । যেসব নেতা ভাবছিলেন কী করবেন , তাঁরা তৃণমূল ত্যাগী কথাটা শুনে দলত্যাগ শুরু করেছেন । যেভাবে বড় বড় মাথারা দল ছাড়ছেন তাতে শুধু পিসি আর ভাইপো ছাড়া তৃণমূলে আর কেউ থাকবে না । জোড়া ফুলে জোড়া মালিক ছাড়া আর কেউ থাকবে না । "

ABOUT THE AUTHOR

...view details