রাজ্যের নির্দেশিকা আসেনি, আসানসোল ডিভিশনে সারাদিনই চলল লোকাল ট্রেন - local train has been in run all day 6 may in Asansol division
রাজ্যে করোনা সংক্রমণ রুখতে বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 6 মে থেকে রাজ্যে কোনও লোকাল ট্রেন চলবে না ৷ সেই মতো নির্দেশিকা জারি করে রাজ্য সরকার ৷ সেই নির্দেশ মতো বৃহস্পতিবার সকাল থেকেই কোনও লোকাল ট্রেন চলছে না ৷ শুনশান দেখা যায় হাওড়া, শিয়ালদা স্টেশন ৷ কিন্তু এর মধ্যেই এদিন সারাদিন আসানসোল রেল স্টেশন থেকে বর্ধমান, কিমবা ঝাড়খণ্ড-বিহারের বিভিন্ন রুটে চলল লোকাল ট্রেন ৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, তবে কি রাজ্যের নির্দেশিকা মানছে না আসানসোল রেল ডিভিশন ? এই প্রশ্নে আসানসোল রেল ডিভিশনের জনসংযোগ বিভাগ স্পষ্ট জানাচ্ছে, রাজ্যের তরফে কোনও বিজ্ঞপ্তি আসানসোল রেল ডিভিশনের কাছে আসেনি । পূর্ব রেল থেকেও নির্দেশিকা আসেনি । তাই পূর্ব নিয়ম মেনেই ট্রেন চালাচ্ছে আসানসোল ডিভিশন ৷