"অর্জুন সিং বাহুবলী রাজনীতি করেন" - অর্জুন সিং বাহুবলী রাজনীতি
"অর্জুন সিং বাহুবলী রাজনীতি করেন ।" বারাসতে বঙ্গধ্বনি যাত্রার মিছিলে যোগ দেওয়ার ফাঁকে আজ এইভাবেই ব্যারাকপুরের বিজেপি সাংসদকে পালটা জবাব দিলেন বিধানসভায় তৃনমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ । সম্প্রতি নিউ ব্যারাকপুরের বিলকান্দায় দলের এক পদযাত্রায় যোগ দেওয়ার পর বিজেপি সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছিলেন, "নির্মল ঘোষ গুন্ডাদের নিয়ে রাজনীতি করেন । ভোটের পর ওঁনার (নির্মল ঘোষ) অবস্থা জনগণই ঠিক করবে ।" সেই অভিযোগ নিয়ে আজ তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওঁনার (অর্জুন সিং) কোনও কথার জবাব দেব না । ওঁনার অভিযোগের কোনও সারবত্তা নেই । উনি নিজে বাহুবলী রাজনীতি করেন । আর অন্যের বিরুদ্ধে গুন্ডা নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন ।"