কোরোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা করার জন্য ফিরহাদের কাছে প্রস্তাব নাইসেডের - কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল কলকাতায়
কোরোনা প্রতিষেধক ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার জন্য কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে প্রস্তাব পাঠাল নাইসেড ৷ এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন ৷ পাশাপাশি তিনি বলেন, এই পরীক্ষার জন্য তাঁর জীবনের ঝুঁকিও রয়েছে ৷ তবে, সব জানা সত্ত্বেও তিনি নাইসেডের প্রস্তাবে রাজি হয়েছেন বলেই বলেন ৷