DPL-এ বিস্ফোরণে NIA তদন্তের দাবি ভারতীয় মজদুর সংগঠনের - NIA investigation on Blast at durgapur project limited
আজ সকাল 11 টা নাগাদ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের 7 নম্বর গেটের পাশের বাগানে বিস্ফোরণ ঘটে ৷ ঘটনার জেরে একজনের খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার হয়েছে ৷ আর একজন গুরুতর আহত হয়েছেন । ঘটনার পর ঘটনাস্থানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনা নিরাপত্তার গাফিলতির জেরে ঘটেছে বলে দাবি করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ৷ এছাড়া এই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে DPL কারখানার ভারতীয় মজদুর সংগঠনের সভাপতি জওহরলাল আঁকুড়ে NIA তদন্তের দাবি জানিয়েছেন ৷
Last Updated : Nov 3, 2020, 11:08 PM IST