সুজাপুর বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি সৌমিত্র-র - NIA investigation demanded by BJP Mp Soumitra khan
সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি তুললেন বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ ৷ দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর প্রশ্ন, "ওই কারখানায় প্লাস্টিক তৈরি হচ্ছিল নাকি বোমা তৈরি হচ্ছিল ?" পাশাপাশি মেটিয়াবুরুজের ঘটনা প্রসঙ্গ তুলে মন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ করে বলেন, "উনি কী তথ্য লুকাতে চাইছেন, আমরা জানতে চাই ৷ "