পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রাজধানী এক্সপ্রেস অবরোধের ঘটনায় ছত্রধরকে জেরা NIA-এর - ছত্রধর মাহাত

By

Published : Aug 30, 2020, 3:41 AM IST

ছত্রধর মাহাতকে ফের জেরা NIA-এর৷ গতকালের পর শনিবার সকাল থেকে জেরা শুরু হয় কোবরা দপ্তরে। 2 ঘণ্টা জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই বিষয়ে প্রশ্ন করা হলে ছত্রধর মাহাত জানান, "বাঁশতলাতে যে রাজধানী এক্সপ্রেস অবরোধ হয়েছিল, সেই বিষয়ে প্রশ্ন করা হয়৷ কিন্তু, আমি তখন পুলিশ কাস্টডিতে ছিলাম৷ " তাঁর বিরুদ্ধে কী রাজনৈতিক অভিসন্ধি হচ্ছে? এই প্রশ্নের উত্তরে তৃণমূল নেতার জবাব, "এটা আপনারা ভালো বুঝবেন৷ এতদিন বাদে একটা দলে যোগ দেওয়ার পর আমাকে ডাকা হচ্ছে৷ তবে আইনে উপর বিশ্বাস আছে৷ ডাকলে আবার যাব৷"

ABOUT THE AUTHOR

...view details