পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

NIA কে এখানে দেখতে হবে না, রাজ‍্য প্রশাসন রয়েছে : BJP সাংসদের দাবি ওড়াল তৃণমূল - সুজাপুর ঘটনায় চন্দ্রিমার মন্তব্য

By

Published : Nov 19, 2020, 8:04 PM IST

সুজাপুরের কারখানা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে BJP সাংসদের NIA তদন্তের দাবিকে নস্যাৎ করল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ভবনে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "NIA কে এখানে দেখতে হবে না। NIA অন‌্য দিকগুলো দেখুন। এখানে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন রয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details