"এমন একটা খবর আসবে ভাবিনি", শোকস্তব্ধ দীপা - প্রয়াত সোমেন মিত্র
"সোমেনদা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি নন, শুধুমাত্র এক রাজনীতিবিদ নন, আমি মনে করি আমার গুরুজন হিসেবে তিনি আমাদের পরিবারেরই একজন ।" প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুতে নিজের প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সি । শুধুমাত্র বাংলার কংগ্রেস নয়, পশ্চিমবঙ্গ একজন দক্ষ রাজনীতিবিদকে হারাল । এমনই মনে করছেন দীপা দাসমুন্সি ।