Netaji Birth Anniversary : পুরুলিয়া জেলাজুড়ে নেতাজি স্মরণ - Netaji Birth Anniversary
পুরুলিয়া জেলাজুড়ে রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী (Netaji birth anniversary celebrates in Purulia) । এই উপলক্ষে এদিন জেলার নানা প্রান্তে প্রভাত ফেরি ও শোভাযাত্রায় আয়োজন করা হয় ৷ মাল্যদান করা হয় নেতাজি মূর্তিতে ৷ পুরুলিয়ার সুভাষ উদ্যানে জেলা তথ্য ও সংস্কৃতি দফতর ও জেলা যুবকল্যাণ দফতরের উদ্যোগে পুলিশ ব্যান্ডের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজি মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) শ্রী সুপ্রিয় দাস, জেলা যুবকল্যাণ আধিকারিক শ্রী সুভাষ চন্দ্র ঘোষ, ব্লক যুবকল্যাণ আধিকারিক শ্রী সুমিত চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা ৷
Last Updated : Jan 24, 2022, 6:10 AM IST