পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নেতাই আন্দোলন কারও পৈত্রিক সম্পত্তি নয়, মন্তব্য দিলীপের

By

Published : Jan 7, 2021, 4:10 PM IST

"নেতাই আন্দোলন কারও একার পৈত্রিক সম্পত্তি নয় । এটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয়েছে । সাধারণ সমাজ করেছে । তখন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না । শুভেন্দু অধিকারী ছিলেন । কংগ্রেস যুব-র যে লড়াই হয়েছিল সেটাকেই তিনি হাইজ্যাক করতে পারেন । সিদ্ধার্থশংকরের ডেডবডি, সুচিত্রা সেনের বডি হাইজ্যাক করতে পারেন । এই শব চুরি করা ও ইশু চুরি করা ওঁর অভ্যাস । কীসের অধিকারে করেন ? 21 জুলাই কীসের অধিকারে করেন ? ওটা কংগ্রেসের আন্দোলন ছিল । উনি সব বগলে করে নিয়ে যাচ্ছেন ।" আজ বাঁকুড়ায় চায়ে পে চর্চা-য় এসে নেতাইয়ে তৃণমূলের সভা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ।

ABOUT THE AUTHOR

...view details