NDRF : হাওড়ায় জলবন্দি বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার বিপর্যয় মোকাবিলা বাহিনীর - body recover
জলবন্দি বাড়িতে আটকে পড়ে ছিল বৃদ্ধার দেহ ৷ করোনা আবহে যাবতীয় বিধিনিষেধ মেনেই তাঁর দেহ উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে হাওড়ার আমতা সেহাগড়ির বন্যা কবলিত এলাকায় ৷ উলুবেড়িয়ার বাউড়িয়ায় বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য এনডিআরএফের একটি বিশেষ দলকে পাঠানো হয়েছিল ৷ সেই দলের সদস্যরাই এদিন নয়নতারা চক্রবর্তী (86) নামে ওই বৃদ্ধার দেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করেন ৷ পরে পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেওয়া হয় ৷