মাসির বাড়ি পৌঁছাল নারায়ণ শিলা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোলে - লকডাউন
নারায়ণ শিলাকে নিজের কোলে করে মাহেশের মূল মন্দির থেকে মাসির বাড়ি নিয়ে গেলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । পদব্রজে ও নাম সংকীর্তনের মধ্যে দিয়ে নারায়ণ শিলা পৌঁছাল মাসির বাড়ি । কোরোনা সংক্রমণ এড়াতে মাহেশের রথ কর্তৃপক্ষ এবার রথ পথে বের না করার সিদ্ধান্ত নেয় । জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে মন্দিরের ধ্যানঘরে অস্থায়ী মাসির বাড়ি তৈরি করে রাখা হয়েছে ।