রাজ্যে আরও কড়াকড়ি, হাওড়া ব্রিজে শুরু নাকা চেকিং - Naka checking
সরকারি নির্দেশিকা অনুযায়ী আজ ভোর 6 টা থেকে কড়া বিধিনিষেধ জারি হয়েছে রাজ্যে । সেইমতো আজ সকাল থেকে হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং । স্টেশন সহ হাওড়া বাস টার্মিনালের পাশাপাশি হাওড়া ব্রিজেও বিশেষ সর্তকতা জারি করেছে প্রশাসন । ব্রিজে যাতায়াতকারী সব গাড়িকে দাঁড় করিয়ে তাদের চেকিং করা হচ্ছে । জরুরি পরিষেবার গাড়ি ও বিশেষ ছাড়ের আওতায় থাকলে তবেই গাড়িগুলিকে হাওড়া শহরে বা হাওড়া থেকে কলকাতার উদ্দেশে যেতে দেওয়া হচ্ছে । এছাড়া,হাওড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে শুরু হয়েছে নাকা চেকিং ।
Last Updated : May 16, 2021, 8:56 AM IST