নদিয়ায় লকডাউনের মিশ্র ছবি - corona infection
রাজ্যে জারি হয়েছে কড়া বিধিনিষেধ ৷ কিন্তু নদিয়ার ছবিটা একটু অন্যরকম ৷ কোথাও মানা হচ্ছে বিধিনিষেধ ৷ আবার কোথাও নির্দিষ্ট সময় পার হলেও দোকানপাট সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা ৷ কোথাও মানুষকে সচেতন করতে চলছে মাইকিং ৷ সব মিলিয়ে কার্যত লকডাউনের প্রথম দিনে নদিয়ায় ফুটে উঠল মিশ্র ছবি ৷