পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দ্রুত শিবনিবাস মন্দিরের উন্নয়ন করব, বললেন BJP সাংসদ - BJP সাংসদ

By

Published : Jun 10, 2019, 4:44 PM IST

আজ নদিয়ার শিবনিবাস মন্দিরে পুজো দিলেন রানাঘাটের নবনির্বাচিত BJP সাংসদ জগন্নাথ সরকার । পুজো দিয়ে তিনি বলেন, "বাংলাদেশের একটি বেসরকারি কম্পানির সুগার মিলের জল চূর্ণী নদীতে মিশে জলদূষণ করছে । এই জলদূষণ বন্ধ করার ব্যাপারে আমি সংসদে আলোচনা করব । এবিষয়ে আন্তর্জাতিক স্তরেও কথা বলব ।" এছাড়াও, নদিয়ার শিবনিবাস মন্দিরের উন্নয়ন করবেন বলে জানান জগন্নাথবাবু । পাশাপাশি কৃষ্ণনগর থেকে নবদ্বীপের রেলপথে কাজ পুনরায় চালু করার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details