স্থায়ীকরণের দাবিতে অবস্থান - নদিয়া জেলা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন
স্থায়ীকরণের দাবি-সহ আরও কয়েক দফা দাবি নিয়ে কৃষ্ণনগরের জেলাশাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন নদিয়া জেলা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, একাধিকবার ডেপুটেশন দিয়েও কোনও সাড়া মেলেনি জেলা শাসকের তরফে ৷ নদিয়া জেলা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নজমুল শেখ জানান,"রাজ্যের যে কোনও জরুরি পরিস্থিতিতে সামনের সারিতে দঁড়িয়ে কাজ করি আমরা ৷ দীর্ঘদিন ধরে কাজ করলেও, একাধিকবার ডেপুটেশন দিলেও এখনও কেন স্থায়ীকরণের কোনও ব্যবস্থা করা হয়নি?" মাসিক ভিত্তিতে বেতনের দাবি, বেতন বৃদ্ধিরও দাবি জানায় অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ তাঁদের দাবি না মানলে নবান্ন অভিযানের হুঁশিয়ারিও দিয়েছে নদিয়া জেলা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷