"পরিবর্তন চেয়েছিলাম, এখনও চাই" - Nachiketa on Marxism
"পরিবর্তন চেয়েছিলাম, এখনও পরিবর্তনই চাই । যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি । কিন্তু পরিবর্তন অবশ্যই ধর্মীয় রাজনীতির দিকে চলে যাক, এটা কখনোই চাই না । " ETV ভারতে অকপট নচিকেতা চক্রবর্তী । বললেন, "আমি প্রাইভেট মার্কসিস্ট । 2011-তে পরিবর্তন চেয়েছিলাম । কিন্তু যে জন্য পরিবর্তন চেয়েছিলাম সেই স্বপ্ন পূরণ হয়নি । তাই আজও পরিবর্তন চাই ।" তবে ধর্মের সুড়সুড়ি দেওয়া রাজনীতি মেনে নিতে পারছেন না তিনি । বিকল্প তবে কী ? বামপন্থা । সপাট উত্তর, 34 বছর যে বামপন্থা দেখেছেন তা নয় । বহু সুযোগ থাকলেও নিজে কোনওদিন বিধায়ক, সাংসদ হওয়ার দৌড়ে ছিলেন না । বললেন, "ওটা আমি পারতাম না । আমি গান গাইতেই পারি ।" বর্তমান সময়ে বিরক্ত হয়ে আবারও কলম ধরবেন বলে আশ্বাস দিলেন ।
Last Updated : Nov 13, 2020, 5:39 PM IST