পালকিতে যাত্রা করে নবপত্রিকার স্নান মিঠানি গ্রামে - Mithani village
সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে শুরু হল মাতৃ আরাধনা ৷ কুলটির মিঠানি গ্রামের পুজোর অন্যতম ঐতিহ্য হল নবপত্রিকার পালকি যাত্রা ৷ গ্রামের চারটি ঐতিহ্যবাহী পুজো রয়েছে ৷ চট্টোপাধ্যায় বাড়ির পুজো , চক্রবর্তী বাড়ির পুজো , মুখোপাধ্যায় বাড়ির পুজো ও করুণাময়ী থানের পুজো ৷ সব পুজোতেই পালকিতে করে নবপত্রিকা নিয়ে আসা হয় গ্রামের প্রতিষ্ঠিত পুস্করণীতে । সেখানে নবপত্রিকা স্নানের পর নিয়ে যাওয়া হয় পুজো মণ্ডপে ৷