পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Puja Parikrama : সপ্তমীর সকালে বর্ধমানের কৃষ্ণসায়রের চাঁদনি ঘাটে কলা বউ স্নান

By

Published : Oct 12, 2021, 11:17 AM IST

মহাসপ্তমীর সকালে বর্ধমানে কৃষ্ণসায়রের চাঁদনিঘাটে শুরু হয়েছে কলা বউ বা নবপত্রিকা স্নান । ঢাকের শোভাযাত্রায় কাঁধে চাপিয়ে বা পালকিতে করে নবপত্রিকা স্নান করাতে আনা হয়েছে । নবপত্রিকা বা কলা বউ আসলে ন'টি গাছ, যা দেবী দুর্গার ন'টি শক্তির প্রতীক । নবপত্রিকায় থাকে কদলী, কচু, হরিদ্রা, জয়ন্তী, বিল্ব, ডালিম, অশোক, মান ও ধান । কলাগাছের সঙ্গে এই উদ্ভিদ বেল ও সাদা অপরাজিতা দিয়ে বেঁধে তাকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে সিঁদুর লাগিয়ে কলা বউয়ের রূপ দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details